ঢাকা: যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষ হতে আর প্রায় সাতঘণ্টা বাকি।
নির্বাচনের সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, জর্জিয়ায় এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ভোট জমা পড়েছে।
এখন পর্যন্ত ১৬ ইলেক্টোরাল ভোটের ওই অঙ্গরাজ্যটিতে ২৩ লাখ ৮১ হাজার ৪১৬টি ভোট পড়েছে। আর আগাম ভোট দিতে এবারই প্রথম এতো সংখ্যক ভোট গণনা হয়েছে স্টেটটিতে।
২০১২ সালে এ অঙ্গরাজ্যে ভোট পড়েছিলো ৩৮ লাখের বেশি। এরমধ্যে ২০ লাখের বেশি ভোট ও ১৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হয়েছিলেন মিট রমনি।
এদিকে ভার্জেনিয়া অঙ্গরাজ্যে ২৩ লাখ আট হাজার ৪৯৮ রেজিস্ট্রার্ড ভোটারের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫৭ হাজার ৩৮২টি ভোট কাস্ট হয়েছে।
জর্জিয়ায় মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১৩টি। গতবারের নির্বাচনে এ অঙ্গরাজ্যে ১৯ লাখ ৭১ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ডেমোক্রাট দলের তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী এবং বর্তমানে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওহিও অঙ্গরাজ্যে আগের রেকর্ড ভাঙার কোনো লক্ষ্য দেখছে স্থানীয় প্রশাসন। তবে অঙ্গরাজ্যটিতে হতে পারে হাড্ডা-হাড্ডি লড়াই।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
আরএইচএস/এমএ