ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় গলাকেটে হত্যার ঘটনায় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
কলমাকান্দায় গলাকেটে হত্যার ঘটনায় আটক ২

কলমাকান্দা উপজেলার উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ঘোড়াগাঁও গ্রামের আব্দুল মমিনকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। 

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ঘোড়াগাঁও গ্রামের আব্দুল মমিনকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, হজরত আলী (৩৫) ও আলমগীর হোসেন (৪০)। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, সোমবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াগাঁওয়ের নিজ বাড়ির অদূরে মমিনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।  

এ ঘটনায় অভিযান অভিযান চালিয়ে আটকদের ধরা হয়েছে। তাদের নিহতের বড় মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।