ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হিলারির জয়ের সম্ভাবনায় চাঙ্গা মার্কিন পুঁজিবাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
হিলারির জয়ের সম্ভাবনায় চাঙ্গা মার্কিন পুঁজিবাজার

৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে যুক্তরাষ্ট্রের মঙ্গলবারের (০৮ নভেম্বর) পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। তাতে দেখা যায়, সব বাজারেই সূচকই ঊর্ধ্বমুখি।

ঢাকা: ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে যুক্তরাষ্ট্রের মঙ্গলবারের (০৮ নভেম্বর) পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। তাতে দেখা যায়, সব বাজারেই সূচকই ঊর্ধ্বমুখি।

দিন শেষে ডাওজোন্স সূচক বেড়েছে ৭২ পয়েন্ট, এসঅ্যান্ডপি৫০০ সূচক বেড়েছে ০.৩৮ শতাংশ, নাসডাক সূচক বেড়েছে ০.৫৩ শতাংশ, এনওয়াইএসই সূচক বেড়েছে ০.৪৫ শতাংশ।  

এসব বাজারে প্রাধান্য দেখা গেছে খাদ্য ও আনুষঙ্গিক প্রতিষ্ঠানের শেয়ারের।  

এ বিষয়ে বোস্টন প্রাইভেট ওয়েলথের চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট রবার্ট পাভলিক বলেন, ‘আমার মনে হয় হিলারির জয়ের সম্ভাবনায় জনগণ স্বাচ্ছন্দ্য অনুভব করতে শুরু করেছেন’।

এদিকে, মার্কিন ডলারের মূল্যও ০.১৩ শতাংশ বৃদ্ধির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।