ঢাকা: আর কয়েক ঘণ্টা বাদে শেষ হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। কিন্তু এরই আগেই স্বভাব সুলভভাবেই ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তার অভিযোগ, গোটা দেশেই ভোটিং মেশিনে গোলমাল হয়েছে। সেই সঙ্গে হয়েছে কারচুপি। যদিও তিনি এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
ট্রাম্পের এমন বক্তব্য সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে সেখানে মন্তব্যে অনেকে বলেন, হারের শঙ্কায় এবং নিজের পিঠ বাঁচাতে ট্রাম্প হয়তো এমন বাহানা করছেন।
এর আগে নেভাদার লাস ভেগাসে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনে রিপাবলিকান শিবির।
তবে এই অভিযোগের শুনানি শেষে খারিজ করে দিয়েছেন অঙ্গরাজ্যটির বিচারক।
বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
আরএইচএস/এইচএ/