বরিশাল: বরিশালে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বরিশালের নিউ ভাটিখানা এলাকার মৃত শাহজাহান খানের ছেলে মো. সোহেল রানা খান (৩২) ও চরেরবাড়ি এলাকার মো. সেলিম হাওলাদারের ছেলে মো. সবুজ হাওলাদার (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দপ্তরখানা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা খানকে আটক করা হয়।
তবে পালিয়ে গেছেন মাদক ব্যবসায় জড়িত বাকলার মোড় এলাকার মো. জাহাঙ্গীর হোসেন রতনের ছেলে মো. শোয়েব হাসান বনি (২৫)।
আর পৃথক এক অভিযানে শহরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৪র্থ শ্রেণী স্টাফ কোয়ার্টার এলাকা থেকে সবুজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একশ’ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
এ দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএস/এমএ