নেত্রকোনা: নানান আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন বিভিন্ন কর্মসূচি শুরু হয়।
কেন্দুয়ার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খতম, র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, তার জন্মস্থান মামাবাড়ি মোহনগঞ্জে উপজেলা প্রশাসন ও সাধারণ পাঠাগারের আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে পৌর এলাকার দৌলতপুর শেখ বাড়ি (আতুর ঘর) প্রাঙ্গণে হুমায়ূন স্মরণে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও কেক কাটা হয়।
পরে রাতে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, তথ্য প্রযুক্তি সম্পাদক ভজন দাস, যুগ্ম সম্পাদক আলপনা বেগম, সংগঠনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল হোসাইনসহ জেলার সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে হুমায়ূনের কর্মময় জীবন, সাহিত্য চর্চা, নাটক ও চলচ্চিত্র নির্মাণ নিয়ে আলোচনা সভা হয়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর