বগুড়া: বগুড়া ফুটবল অ্যাসোসিয়েশন উদ্যোগে প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলতাফুন্নেছা খেলার মাঠে এ ফুটবল লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান, ডা. সামির হোসেন মিশু, পৌরসভার কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু, কবিরাজ তরুণ চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা আবু হায়াত হিরু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা সদস্য শহিদুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা ক্লাব ৩-১ গোলে আবাহনী ক্রীড়া চক্রকে হারিয়ে জয় ছিনিয়ে নেয়।
খেলায় রেফরির দায়িত্ব পালন করেন মামুন, সহযোগী ছিলেন রকিব।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এসএইচ