ঢাকা: রাজধানীর গুলশান ২ নম্বরে (রোড-৭৩) একটি ডুপ্লেক্স ভবনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শরিফা (১৮), বেদানা (২০) ও পারভিন (৩৭)।
বাসার দারোয়ান রুবেল তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
দগ্ধ পারভিন বাংলানিউজকে বলেন, আমরা ওই বাসায় থাকি। সকালে রান্নার কাজে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজন দগ্ধ হই।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শঙ্কর পাল বলেন, শরিফা ও বেদানার অবস্থা আশঙ্কাজনক। পারভিনের অবস্থাও গুরুতর।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সালাউদ্দিন বাংলানিউজকে জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার নাকি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজেডএস/জেডএস