ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ধরা পড়েছে ১৫ কেজির বোয়াল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ধুনটে ধরা পড়েছে ১৫ কেজির বোয়াল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকায় প্রায় ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মাছটি হারান মাঝির জালে ধরা পড়ে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকায় প্রায় ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মাছটি হারান মাঝির জালে ধরা পড়ে।


 
সোমবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ধুনট সদরের পৌর বাজারে মাছটি ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

পৌর বাজ‍ারের নিমাই চন্দ্র হাওলাদার বাংলানিউজকে জানান, রোববার দিবাগত রাতে ধুনট উপজেলার যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকায় বোয়াল মাছটি হারান মাঝির জালে ধরা পড়ে। সকালে মাছটি পৌর বাজারে বিক্রির জন্য আনেন তিনি।

এদিকে, সকালে বাজারে এতো বড় আকারের বোয়াল মাছ আসার খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। অনেকেই মাছের দরদাম করতে থাকেন। প্রথম দিকে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বোয়াল মাছের দাম হাকেন ৩০ হাজার টাকা। পরে দেড় হাজার টাকা কেজি দরে মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করা হয়।

মাছটির ক্রেতা ব্যবসায়ী কেরামত উল্লাহ বলেন, যমুনা নদীর তাজা মাছ খুবই স্বাদের হয়। তাছাড়া বড় আকারের মাছ সব সময় পাওয়া যায় না। তাই দাম একটু চড়া হলেও শখের বসে মাছটি কিনলাম।

ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে বাজারে বাঘাইড়, পাংগাস ও বোয়াল মাছসহ নানা জাতের মাছ উঠছে। এই মাছগুলো যমুনা নদী থেকে ধরেন জেলেরা। তবে, অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে যমুনায় বড় আকারের মাছ বেশি ধরা পড়ছে।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।