ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর মমিনবাগ এলাকায় নবী হোসেন (৩২) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।
জানা যায়, রোববার (১৩ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে নূরুজ্জামান নামে স্থানীয় এক ব্যক্তি নবী হোসেনকে কাঠ দিয়ে পেটান।
পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচর থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজেডএস/জেডএস