দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও চোলাই মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) দিনগত রাত থেকে সোমবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত পৃথকভাবে এ অভিযান চালানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের সদস্য ফেরদৌস আহমেদ জানান, অভিযানে ৩৪ বোতল ফেনসিডিল, ৪৫০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ও ১৩ লিটার চোলাই মদসহ আটক ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআই