ঢাকা: মোবাইল ফোনে লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে চার বিদেশি প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় বেশ কয়েকটি মোবাইলের সিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারীর পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে বিদেশিদের বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি মিজানুর।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমএ/