সিলেট: সিলেটে পুকুর থেকে সৌরভ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে নগরীর ভাতালিয়া আবাসিক এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত সৌরভ ভাতালিয়া আবাসিক এলাকার হেলাল মিয়ার বাসার ভাড়াটে বাসিন্দা ইমরান আহমদের ছেলে। রোববার (১৩ নভেম্বর) দুপুর থেকে সৌরভ নিখোঁজ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ভাতালিয়া মসজিদ সংলগ্ন পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। এরপর মসজিদের মাইকে ঘোষণা করা হলে পরিবারের লোকজন এসে শিশুটির মরদেহ সনাক্ত করেন।
সিলেট মহানগরীর কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র বাংলানিউজকে বলেন, শিশুটি সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনইউ/জেডএস