মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার আকবপুর বাজারে বাসের ধাক্কায় আবুল হাসেম (৩৫) নামে এক এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় তার।
নিহত আবুল হাসেম কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআর