বগুড়া: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।
‘ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’- প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়।
সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের নবাববাড়ী রোডের ডায়াবেটিস সমিতি প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
এসময় বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাতমাথা ও মাটিডালী বিমানমোড়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন, বগুড়া ডায়াবেটিস সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, এবিএম জহুরুল হক বুলবুল, মো. মাহবুব হামিদ তারা, যুগ্ম সম্পাদক মো. আব্দুল ওয়াহাব তারেক, কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল কাফি ছানা, নির্বাহী সদস্য আব্দুল খালেক বাবলু, আসিফ মোহাম্মদ খান রনি, শাহেদ জাবেদুর, আবু বক্কর সিদ্দিক, আবু সাঈদ মো. মেরুন, এএম রেজাউল হক মন্টুসহ সমিতির আজীবন সদস্য, বগুড়া স্বাস্থ্যসেবা হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমবিএইচ/জেডএস