ঢাকা: আধুনিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, এখান থেকে বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে যাতে অন্যান্য দেশেও আমাদের প্রশিক্ষণার্থীদের চাহিদা তৈরি হয়।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে ১২তলা নির্বাচন প্রশিক্ষণ ভবনের উদ্বোধন করেন তিনি।
এ সময় নির্বাচন কমিশনার প্রত্যেকে ভবনের পাশে একেকটি করে গাছের চারা রোপণ করেন।
নবনির্মিত ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, চৌকসভাবে নিজেদের গঠন করতে এই ইনস্টিটিউট ভূমিকা রাখবে। কমিশনের সবাইকে ইলেকশন রুলস ভালোভাবে রপ্ত করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকালের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসএ/এমজেএফ/