ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুর গার্লস স্কুলের সামনে থেকে ৩ বখাটে ‍আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
শরীয়তপুর গার্লস স্কুলের সামনে থেকে ৩ বখাটে ‍আটক

শরীয়তপুর সদরের আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিন বখাটেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শরীয়তপুর: শরীয়তপুর সদরের আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিন বখাটেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটকরা হলেন, সদর উপলোর কাশাভোগ গ্রামের বাদশা শেখের ছেলে জাফর শেখ (১৯), শৌলপাড়া গ্রামের গিয়াসউদ্দিন চৌকিদারের ছেলে শাওন (১৭) ও নড়িয়া উপজেলার নড়িয়া গ্রামের সুধীর বর্মণের ছেলে উত্তম বর্মণ (১৮)।

শরীয়তপুর ডিবি কার্যালয় সূত্র জানায়, আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রায়ই কিছু বখাটে আড্ডা বস‍ায় ও ছাত্রীদের উত্ত্যক্ত করেন। এমন অভিযোগের ভিত্তিতে সকালে ডিবি পুলিশের একটি দল স্কুলের সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বাংলানিউজকে জানান, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ভবিষ্যতে না এমন কাজ না করার শর্তে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।