ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
কমলনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৪ নভেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের স্পন্দন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

সভায় বক্তব্য রাখেন- কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার, অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, নিজাম উদ্দিন, হাজী হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরী ও সাংবাদিক এম এ মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।