ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ হেফাজত থেকে আসামি পালানোয় চারজন সাসপেন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
পুলিশ হেফাজত থেকে আসামি পালানোয় চারজন সাসপেন্ড

রাজশাহী কোর্ট হাজত থেকে রোববার (১৩ নভেম্বর) বিকেলে আসামি পালানোর ঘটনায় চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে দু’জন এটিএসআই ও দু’জন কনস্টেবল।

রাজশাহী: রাজশাহী কোর্ট হাজত থেকে রোববার (১৩ নভেম্বর) বিকেলে আসামি পালানোর ঘটনায় চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে দু’জন এটিএসআই ও দু’জন কনস্টেবল।

রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান। তবে আদেশটি ওইদিন রাতেই কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।

সাময়িকভাবে বরখাস্ত ওই চারজন হলেন- রাজশাহী জেলা কোর্ট পুলিশের সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) মমিন আজাদ, তাজুল ইসলাম, কনস্টেবল আবদুল মমিন ও মনসুর আলী।

এদিকে, পালিয়ে যাওয়া ওই আসামিকে সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এটিএসআই মমিন আজাদ বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

রাজশাহী জেলা কোর্ট পুলিশের পরিদর্শক খুরশিদা বানু কনা বাংলানিউজকে জানান, পলাতক আসামির নামে রোববার রাতে মহানগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে। এটিএসআই মমিন আজাদের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন।

বর্তমানে থানা পুলিশ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা চলাচ্ছে বলেও জানান তিনি।

এর আগে রোববার (১৩ নভেম্বর) বিকেলে মোখলেসুর রহমান (২২) নামের এক মাদক মামলার আসামি জেলা কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। মোখলেসুর পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। শনিবার (১২ নভেম্বর) ১শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করেছিল গোয়েন্দা শাখা পুলিশ। এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।  

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কোর্টে হাজতে পাঠালে পালিয়ে যায় এ আসামি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।