লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের ৪০ দিন পরে আব্দুল খালেক (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, খালেক ৪০ দিন আগে কাজে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হাতীবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুপুরে কৃষকরা ধান কাটতে গিয়ে খেতে প্রায় কংকাল অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখে থানা খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, খালেকের পরনের কাপড় ও হাতঘড়ি দেখে পরিবার তাকে শনাক্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি