পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে সুকন মাঝি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে শেখ কামাল সেতুর নীলগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের মামাতো ভাই সুবল মাঝি বাংলানিউজকে জানায়, সকালে গঙ্গা স্নান শেষে সুকন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কলাপাড়ায় এলে পেছন থেকে একটি বাস আকস্মিক হর্ন দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমএস/এজি