ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান এমাজউদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান এমাজউদ্দীন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন শত নাগরিক কমিটির আহ্বান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন শত নাগরিক কমিটির আহ্বান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নাসিরনগর সদরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

এরআগে ড. এমাজউদ্দীনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নাসিরনগর পরিদর্শনে আসেন।

প্রতিনিধিদলের অন্যরা হলেন, শত নাগরিক কমিটির সদস্য সচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদার, ঢাবির সাবেক উপ উপাচার্য প্রফেসর ইউসুফ হায়দার, ঢাবি শিক্ষক সমিতির সাবেক  সাবেক সাধারণ সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, বাংলাদেশ বুদ্ধিস্ট মৈত্রী সমিতির সভাপতি উত্তম বড়ুয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও সাংবাদিক কাদের গণি চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।