ঢাকা: দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর (রোববার) আহ্বান করা হয়েছে।
সোমবার ( ১৪ নভেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সংসদের ওই অধিবেশন ৪ ডিসেম্বর বিকেল চারটায় শুরু হবে। কতো দিন পর্যন্ত অধিবেশন চলবে তা ওইদিন উপদেষ্টা বৈঠকে নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসএম/এএটি/এমএ