ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নবান্ন উৎসব উপলক্ষে বরিশালে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নবান্ন উৎসব উপলক্ষে বরিশালে র‌্যালি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে বরিশাল নগরীতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে।

বরিশাল: বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে বরিশাল নগরীতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘির পাড়ে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিকেল ৩টা থেকে উৎসব চলবে রাত ৮টা পর্যন্ত।

উৎসবে পিঠা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, দিঘির পাড়ে নবান্ন মেলার আয়োজন ছাড়াও বরিশালের ঐতিহ্যবাহী জেল খাল পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সম্মাননা ও সনদ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।