ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দ্রীয় কারাগারে মাদকসেবীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
কেন্দ্রীয় কারাগারে মাদকসেবীর মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মোশারফ হোসেন নামে (৩৭) এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

সাভার, ঢাকা: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মোশারফ হোসেন নামে (৩৭) এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে তার মরদেহ সাভারে পরিবারের  সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। এর আগে রোববার (১৩ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।

জানা যায়, গত সোমবার (৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে ২২ পিস ইয়াবাসহ মোশারফ হোসেনকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পরে বুধবার তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। সেদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রোববার রাতে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিকেলে কারা কর্তৃপক্ষ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।