ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে হোটেল ও ৩ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আমতলীতে হোটেল ও ৩ ফার্মেসিকে জরিমানা

বরগুনার আমতলীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে একটি হোটেল ও তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা: বরগুনার আমতলীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে একটি হোটেল ও তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, সকালে আমতলীর হাসপাতাল সড়কের রাই মেডিকেল, আল-আমিন, ও সুরক্ষা ডিসপেনসারিতে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

এদিকে, চৌরাস্তা মোড়ের দোহা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা ও পটুয়াখালীর দায়িত্বে নিয়োজিত সহকারী পরিচালক মো. আল-আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।