ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রাক চাপায় পান ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ফরিদপুরে ট্রাক চাপায় পান ব্যবসায়ী নিহত

ফরিদপুর শহরের গোয়ালচামট মহিম স্কুলের মোড়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন পান ব্যবসায়ী শংকর সাহা (৫৫)। সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর: ফরিদপুর শহরের গোয়ালচামট মহিম স্কুলের মোড়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন পান ব্যবসায়ী শংকর সাহা (৫৫)।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শংকরের বাড়ি মহিম স্কুলের পেছনে শোভারামপুর গ্রামে।

কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, দুপুরে বাজার থেকে বাড়ি ফিরছিলেন শংকর। মহিম স্কুলের মোড়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শংকর সাহা শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারের গেটে পানের দোকান করতেন।

ঘটনার পর ঘাতক চালক ট্রাকটি (যশোর-ট-১১-২১৫৯)  ফেলে রেখে পালিয়ে যান বলেও জানান পুলিশের এই এএসপি।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আরকেবি/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।