ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে কনস্টেবল আরিফ হত্যায় আসামির জবানবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
না.গঞ্জে কনস্টেবল আরিফ হত্যায় আসামির জবানবন্দি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এলাকাবাসীর হামলায় নিহত পুলিশ কনস্টেবল আরিফ খান হত্যা মামলায় মিন্টু (২৩) নামে একব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এলাকাবাসীর হামলায় নিহত পুলিশ কনস্টেবল আরিফ খান হত্যা মামলায় মিন্টু (২৩) নামে একব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

আটক মিন্টু সোনারগাঁ উপজেলার রাজধীয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

 

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আটক মিন্টু ১৬৪ ধারায় স্বীকারোক্তিম‍ূলক জবানবন্দি দিয়েছেন।  

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে সোনারগাঁওয়ে রাজধীয়া এলাকা থেকে মিন্টুকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬ 
আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।