ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় ইউএনওর মতবিনিয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
সাটুরিয়ায় ইউএনওর মতবিনিয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মতবিনিয় সভা হয়েছে।

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মতবিনিয় সভা হয়েছে।

 

সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত‌বি‌নিময় সভার আয়োজন করা হয়।


 
সভায় ইউএনও নাহিদ আফরোজ সিদ্দিকী ৯টি ইউনিয়নের উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে করণীয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বক্তব্য রাখেন- সাটুরিয়া উপজেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মোহাম্মদ হাসান ফয়জী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল হক।

পরে উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে নবাগত ইউএনও নাহিদ আফরোজ সিদ্দিকীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।