ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে আগুনের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের বিষয়ে তথ্য দিতে পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুষ্কৃতিকারীদের বিষয়ে তথ্য দিতে পুরস্কার ঘোষণার কথা নাসিরনগরে মাইকিং করা হচ্ছে।
এসপি জানান, গত ৩০ অক্টোবর হামলার ঘটনার পর হিন্দুদের মন্দির ও বাড়িঘরে একাধিকবার আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় দুষ্কৃতিকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয়ও গোপন রাখা হবে।
এ বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশ সুপার (০১৭১৩৩৭৩৭২৪), অতিরিক্ত পুলিশ সুপার (০১৭১৩৩৭৩৭২৫), সহকারী পুলিশ সুপার সদর সার্কেল (০১৭১৩৩৭৩৭২৭) ও নাসিরনগর থানার ওসির (১৭১৩৩৭৩৭৩৩) মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআর