ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে দীপু মনিকে গণসংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
চাঁদপুরে দীপু মনিকে গণসংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

চাঁদপুর: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

 

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কাজী নজিব উল্যাহ হিরুকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসডু পাটুয়ারী, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি নরুল ইসলাম নুরু, লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।