ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলাহাটে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ভোলাহাটে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ চিকিৎসা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ রিহেবিলিটেশন ভ্যান ফর পারসন্স উইথ ডিসঅ্যাবিলিটিস জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন মিনিস্ট্রি অব সোস্যাল ওয়েলফেয়ারের পরিচালনায় উপজেলা সমাজসেবা দফতরের তত্ত্বাবধানে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামীম আলী, চিকিৎসক হিসেবে ছিলেন ডা. স্বপ্না তরফদার ও উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস প্রমুখ।

উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বাংলানিউজকে বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২০০ প্রতিবন্ধী রোগী ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।