ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশ

নবম ওয়েজবোর্ডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে পেশাদার সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় এ সমাবেশ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।

ঢাকা: নবম ওয়েজবোর্ডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে পেশাদার সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন।

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় এ সমাবেশ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এ সমাবেশে অংশ নেয়- ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সংগঠন।

বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সংগঠনটির মহাসচিব এম ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার, ডিআরইউ এর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক নেতা আব্দুল জলিল মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এজেড/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।