ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আমতলীতে জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

বরগুনার আমতলীতে এক জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে মনিরুল ইসলাম (২৩) নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা: বরগুনার আমতলীতে এক জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে মনিরুল ইসলাম (২৩) নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৬ নভেম্বর) সকালে আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম এ কারাদণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্ত মনিরুল আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, মনিরুল এক বছর ধরে মানিকঝুরি দাখিল মাদ্রাসার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার সকাল ৯টার দিকে ওই পরীক্ষার্থী আমতলী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় মনিরুল তাকে প্রেমের প্রস্তাব দেয়।

ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে মনিরুল তার হাত ধরে টানাটানি করে। এতে ছাত্রীটি চিৎকার শুরু করলে পরীক্ষা কেন্দ্রের গেটে দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. গোলাম মস্তফা এসে মনিরুলকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

এসময় বিচারক মনিরুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।