ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্রা‌কের চাকা ফে‌টে চানাচুর বি‌ক্রেতা আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ট্রা‌কের চাকা ফে‌টে চানাচুর বি‌ক্রেতা আহত

মানিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় ট্রা‌কের চাকা ফে‌টে হা‌কিম আলী (৪৫) নামে এক চানাচুর বি‌ক্রেতা আহত হ‌য়ে‌ছেন।

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মানিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় ট্রা‌কের চাকা ফে‌টে হা‌কিম আলী (৪৫) নামে এক চানাচুর বি‌ক্রেতা আহত হ‌য়ে‌ছেন।

বুধবার (১৬ নভেম্বর) বি‌কেল ৫টায় সাটু‌রিয়া বাসস্ট্যা‌ন্ডে এ দুর্ঘটনা ঘ‌টে।

হাকিম আলী সাটু‌রিয়া বাজা‌রের মৃত আ. কা‌দে‌রের ছেলে। তিনি সাটু‌রিয়া বাসস্ট্যা‌ন্ডে চানাচুর বি‌ক্রি ক‌রেতেন।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী রু‌বেল আহ‌ম্মেদ বাংলা‌নিউজ‌কে জানান, হা‌কিম আলী চানাচুরের দোক‍ান বসানোর জন্য টিউব‌ওয়েল থে‌কে পা‌নি আনতে যান। এসময় পানি নিয়ে ফিরে আসার সময় এক‌টি ট্রা‌কের চাকা ফেটে গিয়ে তিনি অজ্ঞান হ‌য়ে যান। এতে তার শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটু‌রিয়া হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

সাটু‌রিয়া থানার উপ পরিদর্শক (এসআই) রেদওয়ান বাংলা‌নিউজ‌কে জানান, ট্রাক‌টি আটক করা হ‌য়ে‌ছে। আহত চানাচুর বি‌ক্রেতার চি‌কিৎসা চল‌ছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।