ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ৬০ ভরি স্বর্ণ লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ধামরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ৬০ ভরি স্বর্ণ লুট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকার ধামরাই বাজারে রাজমণি নামে একটি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দোকানের মালিক দুই ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৬০ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায়।

ঢাকা নর্থ ব্যুরো: ঢাকার ধামরাই বাজারে রাজমণি নামে একটি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দোকানের মালিক দুই ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৬০ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায়।

 

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে।

‌ডাকাতদের ছোড়া ককটেল ও গুলিতে ধামরাই পৌরসভা ছাত্রলীগের সভাপতি স্বপন ও রাজমণি জুয়েলার্সের মালিক দুই ভাই সুমন পাল, রিপন পালসহ দুই পথচারী আহত হন। তাদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে পুলিশ। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক  বাংলানিউজকে জানান, আমরা জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছি।

ডাকাতির খবর শুনে ঘটনাস্থল পরির্দশন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৬,২০১৬/আপডেট: ২১৫৮ ঘণ্টা

এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।