ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
রায়পুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র ও গুলিসহ আলাউদ্দিন (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর সদস্যরা।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র ও গুলিসহ আলাউদ্দিন (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর সদস্যরা।

 

বুধবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

আলাউদ্দিন উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের মো. এনায়েত উল্যাহ মাস্টারের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের এনায়েত উল্যাহ মাস্টার বাড়ি থেকে সন্ত্রাসী আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার ঘর তল্লাশি করে দুইটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রায়পুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।