ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ছাগলনাইয়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ শাহাদাত (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন বেলাল নামে এক বখাটে।

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ শাহাদাত (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন বেলাল নামে এক বখাটে।

এ সময় তার ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাহাদাতের ভাই বক্কর, তার বন্ধু রিয়াজ (২২) ও ওসমান (১৮)।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে ছাগলনাইয়া কলেজ রোডের বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কলেজ রোডের তারেক মেটালের কর্মচারী বেলাল এক রিকশা চালককে মারধর করলে শাহাদাতের বড় ভাই বক্কর এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় শাহাদাতকে রাস্তায় পেয়ে ধারালো ছুরি দিয়ে ত‍ার গলায় পোচ ও পেটে ছুরি ঢুকিয়ে দেয় বেলাল।

এ সময় বক্কর, রিয়াজ, ও ওসমান এগিয়ে গেলে তাদেরও এলোপাতারি পোচ দিয়ে পালিয়ে যায় বেলাল।

গুরুতর আহত অবস্থায় শাহাদাত, রিয়াজ ও ওসমানকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী আধুনিক সদর হাসপাতাল ভর্তি করানো হয়। পরে শাহাদাতের অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত শাহাদাত ছাগলনাইয়ার পূর্বছাগলনাইয়া গ্রামের ছালেহ আহমদের ছেলে।

আহত রিয়াজ পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবু আহমদের ছেলে ও ওসমান মৃত আবুল কাসেমের ছেলে।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।