ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় বাসের ধাক্কায় আল আমিন (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় বাসের ধাক্কায় আল আমিন (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

তিনি উপজেলার কাটাবাড়িয়া (রহিমাবাদ) এলাকার আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

বুধবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস নয়মাইল এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর মোড় নেওয়ার সময় ওই অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-‍মুচড়ে যায়। পরে লোকজন গুরুতর আহত চালক আল আমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাত ১১টার দিকে শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।