ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল কাইয়ুম আর নেই

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
খুলনায় প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল কাইয়ুম আর নেই

খুলনায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম (৬৬) আর নেই (ইন্নালিল্লাহে.....রাজিউন)।

খুলনা: খুলনায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম (৬৬) আর নেই (ইন্নালিল্লাহে.....রাজিউন)।

বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ১০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় মরহুমের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ হাদিস পার্কে রাখা হবে। পরে নামাজে জানাজা শেষে মহানগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, আব্দুল কাইয়ুমের মৃত্যুর খবর শুনে হাসপাতাল ও তার বাসায় যান মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

১৯৭১ সালের ২৩ মার্চ সকাল ১০টা। খুলনার অকুতোভয়  দামাল ছেলেরা জীবনকে তুচ্ছ করে স্বাধীন বাংলার পতাকা হাতে রাস্তায় বেরিয়ে পড়েন। বীরদর্পে শহরের শহীদ হাদিস পার্কে জড়ো হয়ে উত্তোলন করেন স্বাধীন বাংলার পতাকা। গাড় সবুজের মধ্যে লাল সূর্যের বৃত্তের মাঝে সোনালী রংয়ের বাংলাদেশের মানচিত্রখচিত নতুন এ পতাকা নিজ হাতে প্রথম উত্তোলন করেন শেখ আব্দুল কাইয়ুম।

বঙ্গবন্ধুর নির্দেশে দেশের অন্যান্য জেলার মতো খুলনাতেও গড়ে তোলা হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। ছাত্রলীগের মিলিট্যান্ট গ্রপের নেতাদের সমন্বয়ে গঠন করা হয় জয়বাংলা বাহিনী। খুলনায় এই বাহিনীর প্রধান করা হন শেখ আব্দুল কাইয়ুম।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।