ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাক চাপায় এএসআই নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
রাজধানীতে ট্রাক চাপায় এএসআই নিহত ছবি-সুমন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর বঙ্গভবনের কাছে পার্ক সংলগ্ন রাস্তায় মাটিবাহী ট্রাকের চাপায় মিজান (৩০) নামে আর্মড  পুলিশ ব্যাটালিয়নের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।

ঢাকা: রাজধানীর বঙ্গভবনের কাছে পার্ক সংলগ্ন রাস্তায় মাটিবাহী ট্রাকের চাপায় মিজান (৩০) নামে আর্মড  পুলিশ ব্যাটালিয়নের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।

বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মিজান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত  এবং রাজারবাগ পুলিশ লাইনসের পরক্ষা শাখায় কর্মরত ছিলেন।

মিজান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজি মোহাম্মদ আলীর ছেলে ও তিন সন্তানের জনক ছিলেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে যাত্রাবাড়ীর বাসা থেকে বঙ্গভবনের ডিউটিতে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন মিজান। দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এজেডএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।