ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জের হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
গোবিন্দগঞ্জের হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতালদের ওপর হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতালদের ওপর হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

তিনি জানান, বুধবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমার ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আব্দুল রশিদ, শাহনেওয়াজ, বাদশা, চয়ন মিয়া ও সাগর মিয়া।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।