ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে অস্ত্র ও বোমাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
কোম্পানীগঞ্জে অস্ত্র ও বোমাসহ আটক ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দু’টি এলজি, ১৬টি চকলেট বোমা, দু’টি চাপাতি ও দু’টি রডসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দু’টি এলজি, ১৬টি চকলেট বোমা, দু’টি চাপাতি ও দু’টি রডসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-সিরাজপুর ইউনিয়নের সিরাজ উল্ল্যার ছেলে আব্দুল্লাহ আল হৃদয় (১৮) ও মফিজ উল্লাহর ছেলে আনোয়ার হোসেন (২৫)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সিরাজপুরে অভিযান চালায় র‌্যাব। এসময় এসব অস্ত্র ও চকলেট বোমাসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী হৃদয় ও আনোয়ারকে আটক করা হয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।