ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মহসিন মাঝি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মহসিন মাঝি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

মহসিন সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আলালউদ্দিন মাঝির ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১৬ নভেম্বর) রাতে মেয়েটির বাড়িতে গিয়ে মুখ চেপে পাশের বিদ্যালয়ে নিয়ে যান মহসিন। এরপর সেখানে মহসিন মেয়েটিকে ধর্ষণ করেন। এদিকে, মেয়েকে ঘরে না পেয়ে বাবা-মা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত আড়াইটার দিকে মেয়েটির মা বিদ্যালয়ের টয়লেট থেকে মেয়েকে উদ্ধার করেন। এসময় ধর্ষক মহসিন পালিয়ে যায়।
 
সকালে মেয়েটির পরিবার পিরোজপুর সদর থানায় অভিযোগ করলে পুলিশ মহসিনকে গ্রেফতার করে।
 
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।