ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় চার শিক্ষককে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
বগুড়ায় চার শিক্ষককে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাঠদানে দক্ষতার জন্য বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের চার জন শিক্ষককে সম্মাননা প্রদান করেছে বগুড়া সবুজ সংঘ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

বগুড়া: পাঠদানে দক্ষতার জন্য বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের চার জন শিক্ষককে সম্মাননা প্রদান করেছে বগুড়া সবুজ সংঘ।
 
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
সম্মাননা দেওয়ার সময় অনুষ্ঠানে সবুজ সংঘের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান রিটু, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসমতুল্লাহ খান মুন্না, সাহিত্য সম্পাদক আলতুনিয়া টুটু, সহ-শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সম্মাননা প্রাপ্তরা হলেন -উচ্চতর গণিতে পাঠদানে দক্ষতার জন্য পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব ও শিক্ষক মহসীন রেজা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে শিক্ষক খ ম একরামুল হক এবং রসায়ন বিষয়ে পাঠদানে দক্ষতার জন্য পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুলফিকুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।