ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জিয়ানগরে ২ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জিয়ানগরে ২ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দু’জনকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দু’জনকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসসাদিকজামান এ জরিমানা করেন।

তিনি জানান, দুপুরে জিয়ানগর উপজেলা সদরে ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জাহাঙ্গীর হোসেন ও মাহামুদ মোস্তফা নামে দুই ওষুধ ব্যবসায়ীকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।