ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনাতলায় পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
সোনাতলায় পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় সোনাতলা উপজেলায় গড়ফতেপুর ক্যামব্রিজ গোল্ডেন চাইল্ড কেজি অ্যান্ড হাইস্কুলের পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

বগুড়া: বগুড়ায় সোনাতলা উপজেলায় গড়ফতেপুর ক্যামব্রিজ গোল্ডেন চাইল্ড কেজি অ্যান্ড হাইস্কুলের পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সমাজ সেবক মো. সাইফুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জলিলুর রহমান বুলু, শিক্ষক শেফালী বেগম, সহকারী শিক্ষক এন্তাজ আলী, অভিভাবক জাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬

এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।