ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
বাংলাদেশ-নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে নেপালের সেনা প্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী সৌজন্য সাক্ষাত করেছেন।

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে নেপালের সেনা প্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী সৌজন্য সাক্ষাত করেছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১৬ নভেম্বর) সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে, নেপালের সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
    
প্রতিনিধিদলটি রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেনারেল রাজেন্দ্র ছেত্রীর নেতৃত্বে আট সদস্যের একটি দল ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ঢাকায় আসেন। তাদের অভ্যর্থনা জানায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

প্রতিনিধি দলটি বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। রোবরার (২০ নভেম্বর) তাদের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।