ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাংবাদিক শরীফ সুমনের মায়ের চেহলাম অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
সাংবাদিক শরীফ সুমনের মায়ের চেহলাম অনুষ্ঠিত

বাংলানিউজের রাজশাহীর স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমনের মা হাসিনা বেগমের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে মরহুমার বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাজশাহী: বাংলানিউজের রাজশাহীর স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমনের মা হাসিনা বেগমের চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে মরহুমার বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় দোয়া পরিচালনা করেন আসামকলোনী বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মওলনা মোহাম্মদ মাকসুদুর রহমান।

এতে পরিবারের লোকজন, সাংবাদিক ও মরহুমার আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন।

পরে বাদ আসর মরহুমার কবরে ফাতেহা শরীফ পাঠ করা হয়। এ সময় মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন আসামকলোনী হাফিজিয়া কারিয়ানা মাদরাসার হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ।

এর আগে ৯ অক্টোবর (রোববার) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর শালবাগান এলাকার আসাম কলোনির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসএস/জিপি/এসএইচ

**
বাংলানিউজ সাংবাদিক শরীফ সুমনের মা আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।