ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে উপজেলা পরিষদের চার কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ত্রিশালে উপজেলা পরিষদের চার কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদের চার কর্মকর্তার বিদায় সংবর্ধনা জানিয়েছে অফিসার্স ক্লাব।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদের চার কর্মকর্তার বিদায় সংবর্ধনা জানিয়েছে অফিসার্স ক্লাব।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ক্লাবের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন। পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহারুল হক।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মো. মসিহুর রহমান, কনসালট্যান্ট ডা. নুরুল আলম বাশার, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলী হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী আশফাক উদ্দিন আহমেদকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাবের আলী, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রদীপ চন্দ্র বসু, পল্লী উন্নয়ন অফিসার দুলালী ধর, মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়া মনির, কৃষি অফিসার দীপক কুমার পাল, সমাজ সেবা অফিসার মির্জা নিজুয়ারা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমএএএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।